যশোরে হত্যার শিকার চীনা নাগরিক চেং হিং সংয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। হত্যার ঘটনায় যশোর কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, চীনা নাগরিক হত্যার ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ইজিবাইকের যন্ত্রাংশ আমদানি করে যশোরে ব্যবসা করতেন ওই চীনা নাগরিক।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। গতকাল যশোর উপশহরে চীনা নাগরিককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ