কুমিল্লায় পৌনে ২ কোটি টাকার মাদকদ্রব্য ও পাচার হয়ে আসা অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার জেলার ভারত সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজিবি এসব মাদক ও মালামাল জব্দ করে। দুপুরে এগুলো কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাষ্টম অফিসে জমা করা হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি’র একাধিক টিম জেলার ভারত সীমান্তবর্তী সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার বিশ্বরোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় হুইস্কি, মদ, সেনেগ্রা ট্যাবলেট, টার্গেট ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং বিভিন্ন মালামাল উদ্ধার করে।
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান জানান, আটককৃত মাদকদ্রব্য ও মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। তবে মাদকদ্রব্য ও মালামাল পাচারের সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ