দিনাজপুরের চিরিরবন্দরে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে ৪৫ তম মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। এরপর কুজকাওয়াজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃতে সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। কোন সন্ত্রাসী, জঙ্গি এদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগস্থ করতে পারবেনা।
দেশ মাতৃকার যুদ্ধে ও সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি আরও বলেন, জাতির জনকের সোনার বাংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। তাঁর নেতৃত্বে বাংলার দুঃখী মানুষের মুখে হাঁসি ফুটেছে।
চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ ও চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়। কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাশফাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হক, অফিসার ইনচার্জ আনিছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার সকল সরকারী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ ছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৬/হিমেল