আজ সারা দেশের ন্যায় লালমনিরহাটে মহান বিজয় দিবস পলিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হতে বিজয় র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, সংসদ সদস্য সফুরা বেগম রুমি এমপি, জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমনসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারী কর্মকর্তা, কর্মচারিসহ সর্বস্তরের মানুষ।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৬/হিমেল