শিক্ষককে মারধরের প্রতিবাদে মাগুরায় সরকারি পলিটেকনিকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সময় ছাত্র-পুলিশ সংঘর্ষে ৪ শিক্ষকসহ ১০ ছাত্র আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। দুই শিক্ষক ও তিন ছাত্রকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে বলে জানা যায়।
হাসপাতালে ভর্তি আহত ছাত্র-শিক্ষকরা জানান, বৃহস্পতিবার বিকালে একটি সন্ত্রাসী গ্রুপ মোকলেছুর রহমান নামে পলিটেকনিকের এক শিক্ষককে মারপিট করে। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ বেলা ১২ টার দিকে পলিটেকনিকের শিক্ষক ও ছাত্ররা বিক্ষোভ প্রদর্শ করে মাগুরা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে বাধা দিলে অবরোধকারীরা তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ছাত্র-পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এ মজুমদার