কুমিল্লায় বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করেছে।
সকালে কুমিল্লা টাউন হল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সদর সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি, জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম, জেলা পরিষদ প্রশাসক ওমর ফারুক, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল ও জেলা সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমান প্রমুখ।
১৬ডিসেম্বর রাতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার নেতৃত্বে দক্ষিণ জেলা বিএনপি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন ভিসি প্রফেসর ড. মো.আলী আশরাফ।
দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল শহিদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ডিসপ্লে, জেলা প্রশাসকের বাংলোতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকালে বিজয় র্যালি, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৬/হিমেল