শরীয়তপুরের জাজিরা উপজেলার মানিক নগরে রুবেল সরদার (২৫) নামে এক যুবক নিখোঁজের ১২ দিন পর আজ সকালে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে শিমুলতলা গ্রামের মৃত মালেক সরদারের ছেলে। পরিবারের অভিযোগ একই গ্রামের মনির পাঠান ফোন করে তাকে ডেকে নিয়ে যায়। তারা তাকে হত্যা করে লাশ ডোবায় কচুরিপনায় চাপা দেয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রুবেল নামে এক যুবক নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি ও মামলা হয়েছিল। আমরা তাকে জীবিত খোঁজে পাওয়ার চেষ্টা করেছিলাম। তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার