ইন্দোনেশিয়া থেকে আমদানী করা লাল সবুজের বিলাসবহুল নতুন কোচ নিয়ে চলাচল শুরু করলো একতা ও দ্রুতযান এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। একই সাথে আধুনিক সেবা পাবে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের যাত্রী সাধারণ। আজ পরারাষ্ট্র মন্ত্রী এ.এইচ মাহমুদ আলী ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি আনুষ্ঠানিকভাবে লাল সবুজ রংয়ের দ্রুতযান এক্সপ্রেক্সটি উদ্বোধন করেন।
এদিকে বিজয় দিবসে নতুন কোচ সংযোজন হওয়ায় এটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় দিবসের উপহার হিসেবে দেখছেন উত্তরাঞ্চলের যাত্রীরা।
লাল সবুজ রঙ্গের একতা ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুর রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে পার্বতীপুর-ঢাকা রুটে নতুন আঙ্গিকে চলবে। এ ট্রেনের টিকিট সেতাবগঞ্জ ও বিরল ষ্টেশনে বিক্রি হবে। টিকিটধারী যাত্রীদের নিজ দায়িত্বে একতা ও দ্রুতযান ট্রেনে উঠতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ.এইচ মাহমুদ আলী বলেন, লাল সবুজ রংয়ের এ ট্রেন স্বাধীনতা স্বপক্ষের শক্তির মানুষদের আনন্দ ও উৎসাহ জোগাবে।
হুইপ ইকবালুর রহিম বলেন, বিজয়ের এ মাসে বিলাস বহুল লাল সবুজের এ কোচ সংযোজন উত্তরাঞ্চলের যাত্রীদের জন্য বিজয় দিবসের উপহার। উত্তরাঞ্চলের মানুষকে শক্তি যোগাবে স্বাধীনতা বিজয়ের আর কুঠারাঘাত করবে স্বাধীনতা বিরোধীদের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের জি.এম খায়রুল আলম, দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, রেলওয়ের ডি.আর.এম নাজমুল হাসান, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।
দিনাজপুর ষ্টেশন সুপার গোলম মোস্তফা জানান, একতা ও দ্রুতযানের লাল সবুজ রংয়ের সংযোজনকৃত প্রতিটি ট্রেনে ১২টি করে কোচ থাকবে। এসি, নন এসি, বার্থ, পাওয়ার কার এসি চেয়ারসহ একতায় ৮০০ ও দ্রুতযানে ৮৫২টি আসন থাকবে। প্রতিটি ট্রেনে ১২৫টি আসন বৃদ্ধি করা হয়েছে। এদিকে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত রেলপথ ডুয়েল গেজে রুপান্তরিত হলেও ওই রুটে নতুন ট্রেন চালু হচ্ছে না।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৬/হিমেল