লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বিকাল ৩ টায় রায়পুর মার্চ্চেন্টস্ একাডেমীর মাঠে প্রায় আড়াইশ' মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, রায়পুর পৌর মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন, আওয়ামী লীগের উপজেলা সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নিজামউদ্দিন পাঠান, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম ও আবুল কালাম আজাদ প্রমুখ। পরে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের হাতে অতিথিবৃন্দ শুভেচ্ছা উপহার তুলে দেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৬/হিমেল