বিজয় দিবস উপলক্ষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দু'দিন ব্যাপী এক ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করেছে কল্যাণমুখী অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী বে-সরকারি প্রতিষ্ঠান সংযোগ। 'মাদক মুক্তির জয়গানে এসো মিলি হৃদয়ের বন্ধনে' এমন স্লোগানকে সামনে রেখে শুক্রবার ও শনিবার মাদক নির্ভরশীল রোগীদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান 'সংযোগ' বিজয় দিবসে এক ব্যাতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছে।
বিজয় দিবসের দিন আজ শুক্রবার পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন মোটেল ও ইয়ুথ কমপ্লেক্স প্রায় ২৮০জন মাদকমুক্ত মানুষের মিলন মেলায় পরিণত হয়। ভয়াল মাদককে চির বিদায় জানিয়ে সুস্থ জীবন ধারায় পিরে আসা এসব মানুষের চোখেমুখে হাসি-খুশী আর প্রানোচ্ছল দীপ্তত্যার ছোয়া। মাদক বিষয়ক কর্মশালা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম দিনের কর্মসূচিতে ছিল মাদক নিরাময়ে গুরুত্বপূর্ণ আবদান রাখা কেন্দ্র গুলোকে ক্রেস্ট প্রদান। দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে সমুদ্র সৈকতে মাদক বিরোধী ও মাদকমুক্ত দেশ গড়ার দাবিতে মানববন্ধন। অনুষ্ঠানে উপস্থিত আছেন সংযোগ’র সভাপতি পিটার হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হাসান মাহমুদ, মাদক নিরাময় কেন্দ্র হলি কেয়ার’র পরিচালক মোস্তাফিজুর রহমান সুমনসহ বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার