টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আজ সকালে কালিহাতী উপজেলার বাংড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হৃদয় দেব নাথ (২৮)। সে কুষ্টিয়ায় জেলার গোবিন্দ দেব নাথের ছেলে।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, সকালে উপজেলার বাংড়ায় এলাকায় একটি গাড়ি হৃদয় দেব নাথকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার