টাঙ্গাইলের মির্জাপুরে কলেজ ছাত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগে বিজয় বসাক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার পিতার নাম বলরাম বসাক।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, বিজয় তার প্রতিবেশী এক তরুণীর গোসল করার দৃশ্য গোপনে মোবাইল ফোনে ভিডিও করে, পরে তা ইন্টারনেটে ছেড়ে দেন। এরপর ওই তরুণী মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেয়। পরে বিজয় বসাককে তাদের বাড়ি থেকে আটক করে পুলিশ।
আজ এ ব্যাপারে জানতে চাইলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন বলেন, ভুক্তভোগী ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিজয় বসাককে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিজয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার