গাজীপুরের টঙ্গী মিল গেইট এলাকায় গত বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ এক দম্পত্তিকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। আটককৃত দম্পতি হলেন, সিমা ও তার স্বামী ফারুক। এঘটনায় থানায় মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ঘটনারদিন বৃহস্পতিবার রাত সাড়ে ন’টায় র্যাব-১এর সদস্যরা গোপন সংবাদের বিভিত্তে মাদক ব্যবসায়ী সিমার ঘরে হানা দেয়। এসময় র্যাব সদস্যরা ওই ঘরে তল্লাশী চালিয়ে ৪শ' পিস ইয়াবাসহ সিমা ও তার স্বামী ফারুককে আটক করে থানায় সোর্পদ করে। থানার পরিদর্শক (তদন্ত) হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৬/হিমেল