টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, বিজয় মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। সকালে মহানগর ছাত্রলীগের উদ্যোগে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজু ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে, একটি বিজয় র্যালি বের করা হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে নগরীর বোর্ডবাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম দিপসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, সিরাজউদ্দিন বিদ্যা নিকেতন, সাহাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ, সিলমুন আ.হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী এর উদ্যোগে ৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৬/হিমেল