ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বখাটেদের হামলায় দুই পা হারানো বাবা শাহনুরকে হত্যার হুমকির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নলভাঙ্গা গ্রামের সাবেক মেম্বার মাহবুর হোসেনের ছেলে কাজল (২৮) ও একই গ্রামের মৃত বিলাত আলীর ছেলে সোহরাব হোসেন (৪০)। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শাহনুরের পরিবারের সদস্যদের অভিযোগ পেয়ে আসামিদের গ্রেফতার করে আজ শুক্রবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত ১৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় কাষ্টভাংগা ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের কৃষক শাহানুর বিশ্বাসকে গ্রামের প্রভাবশালীরা রড দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেয়। তাকে বাঁচাতে আসলে ভাতিজা শাহিনকেও বেধড়ক পিটিয়ে দুই পা ভেঙে দেওয়া হয়েছে। ঘটনার পরে মেয়ের বাবা শাহানুরকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে গিয়ে দুই পা কেটে ফেলা হয়। এ ঘটনায় ঝিনাইদহ আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। আসামিরা স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদেরকে ধরতে গড়িমাসি করে। এরপর এ সংক্রান্ত প্রতিবেদন মিডিয়ার প্রকাশিত হলে স্বপ্রণোদিত হয়ে ঝিনাইদহ প্রশাসনকে ২২ নভেম্বর সব আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ।
বিডি প্রতিদিন/এ মজুমদার