বরিশাল উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামের একটি ইটভাটা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, জেলার বানারীপাড়া উপজেলার কচুঁয়া গ্রামের নেজারত বালীর ছেলে হেমায়েত বালী এবং একই উপজেলার কাদের বেপারীর ছেলে নজরুল বেপারী। এ ঘটনায় থানার এসআই বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শুক্রবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের মো. নুরুর ইটভাটা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি পাইপগান, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ১টি বাংলা দা, ১টি ডেগার, ১টি সেলাই রেঞ্জ, ১টি সাবল, ১০পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা।
উজিরপুর থানার ওসি গোলাম ছরোয়ার জানান, শিকারপুর গ্রামের মো. নুরুর ইটভাটায় ৮/১০ মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি করে। পরে আহতাবস্থায় নজরুল ও হেমায়েতকে আটক করা হয়। অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/21