মুন্সিগঞ্জের সিরাজদিখানে আজ সন্ধ্যা ৬টার দিকে বাহার আলিফ (১৪) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। নিহত আলিফ লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের বাদল শেখের ছেলে এবং উপলেজার শেখ মীয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে দেশীয় অস্ত্রের (কাচি) আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/22