বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাতমাথা কার্যালয়ে হেলাল উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারপিট করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণ পাড়া এলাকার মৃত কামাল উদ্দিনের পুত্র বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন মুক্তিযোদ্ধা সংসদে এসে ভুয়া মুক্তিযোদ্ধা যাচাই বাঁছাই নিয়ে কথা বলছিলেন। এ সময় ২০-২৫ জনের একদল মুক্তিযোদ্ধা লাঠি নিয়ে সংসদে প্রবেশ করে হেলাল উদ্দিনকে মারপিট ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
এক পর্যায়ে মুক্তিযোদ্ধা আব্দুল মজিব তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারপিট করে। পরে জেলা কমান্ডার রুহুল আমিন এসে তাকে রক্ষা করেন। এদিকে মারধরের সময় তার পকেট থেকে ৩ হাজার টাকা কেড়ে নেয়া হয়েছে বলে হেলাল উদ্দিন অভিযোগ করেছেন।
তিনি শুক্রবার সকাল ১০টায় বগুড়া সদর থানায় এ ব্যাপারে হামলাকারী ৬ জনের নাম উল্লেখসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। এব্যাপারে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রুহুল আমিন বাবলু সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এক মুক্তিযোদ্ধা আরেক মুক্তিযোদ্ধাকে মারপিট করেছে। এটা লজ্জাজনক। বিষয়টি নিয়ে বসে মিটিয়ে দেয়া হবে।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৬/হিমেল