নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শুক্রবার রাত ৭টার দিকে ট্রেনেকাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে। সোনাইমুড়ী বাজারের তানিয়া স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘সমতল এক্সপ্রেস’ ট্রেনটি সন্ধ্যা ৭টার দিকে সোনাইমুড়ী বাজারে পৌঁছে। এ সময় রেল লাইনের পাশ্ববর্তী তানিয়া স্টোরের সামনে দিয়ে ওই যুবক রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চৌমুহনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। নিহতের মরদেহ উদ্ধার করে সোনাইমুড়ি থানায় পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-১১