গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আউটপাড়া এলাকায় বাস-লেগুনার সংঘর্ষে ৬ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভূরুঙ্গা গ্রামের আলী আহম্মেদের ছেলে মো. উকিল উদ্দিন (৪৫), সুনামগঞ্জের শাল্লা উপজেলার গোবিন্দপুর গ্রামের তুলশী দাসের ছেলে প্রাণনাথ দাস (৩৮), তার চাচাতো ভাই ইন্দ্রজিৎ দাসের ছেলে বাবুল চন্দ্র দাস (৩৫) ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার নিলকখিয়া গ্রামের বাবুল মিস্ত্রির স্ত্রী আমেনা খাতুন (৪৫)। অপর দুইজন পুরুষের নাম জানা যায়নি। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হবে বলে ধারনা করা হচ্ছে। নিহত আমেনা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার কাটিং এজ ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানার বুয়ার কাজ করতেন।
আহতরা হলেন, নূর মোহাম্মদ (৩৫), বাবু মিয়া (৩৫), হাবিব (৩৮), রাজীব হোসেন (১৮), আশিকুর (৪২), নাজমুল হক (৪০), দুলাল (৪০), আসাদ (২৫) ও বিলকিস (১৬)। এদের মধ্যে দুলাল, রাজিব ও আশিককে উন্নত চিকিৎসাার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মধ্যে একজন লেগুনা চালক ও অন্যরা বিভিন্ন কারখানার শ্রমিক-কর্মচারী বলে জানা গেছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই ইমরান হোসেন ও হাসপাতাল সূত্র জানায়, শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে কোনাবাড়ি থেকে ছেড়ে আসা চৌরাস্তাগামী লেগুনার সাথে বিপরীতমুখী টাঙ্গাইলগামী মম পরিবহন নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই লেগুনা চালকসহ ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণয় ভূষণ দাস জানিয়েছেন, আহত ৭ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকীদের চিকিৎসা চলছে।
গাজীপুরের কোনবাড়ি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসেন বলেন, নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনার পর সকাল ৮টার দিকে পুলিশ ক্ষতিগ্রস্থ লেগুনাটি মহাসড়ক থেকে রেকার দিয়ে সরিয়ে নেয়। ঘাতক বাসটি পাশের টার্মিনালে রাখা হয়েছে। চালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/হিমেল