টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলাটেংগুর নামক স্থানে পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেংগুর নামক স্থানে পৌঁছালে হঠাৎ আগুন লেগে যায়। এতে পিকআপ ভ্যানে থাকা এক অজ্ঞাত ব্যক্তি পুড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় দুইজন আহত হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/হিমেল