দিনাজপুরে জোট আছে কিন্তু ২০ দল নেই। আর ২০ দলের অন্তর্গত কয়েকটি সংগঠনের সাংগঠনিক কোন কার্যক্রমও দেখা যায় না। নেই ২০ দলীয় জোটের সমন্বয়। আর এর অভাবে জেলায় বিগত উপজেলা, পৌরসভা, ইউপি নির্বাচনে নিজেদের অনুকূলে থাকলেও বেশীরভাগ আসন হাত ছাড়া হয়ে গেছে।
জেলার বিভিন্ন স্থানীয় নির্বাচনে ২০ দলীয় জোটের সংখ্যাগরিষ্ঠ বিজয়ের সম্ভাবনা থাকলেও সেটা হাতছাড়া হওয়ার জন্য জোট নেতৃবৃন্দকেই দায়ী করেছেন তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপির নের্তৃাধীন ২০ দলীয় জোটের অন্তর্গত দলগুলোর সব নামই বলতে পারেননি দায়িত্বপ্রাপ্ত দলের অনেক নেতা। জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, জাগপা, ইসলামী ঐক্যজোটসহ কয়েকটি রাজনৈতিক দলের কার্যক্রম চোখে পড়লেও অন্যগুলো প্রেসরিলিজ নির্ভর হয়ে পড়েছে।
বিএনপির কয়েক নেতা জানান, দলগুলো নিজেদের অবস্থান গোছানোর কাজেই সময় পার করেছে। এরপরেও রাজনৈতিক মামলায় জর্জরিত থাকার কারণে এ সমন্বয়ের অভাব রয়েছে। তা ছাড়াও ক্ষমতাসীন দলের প্রভাবও এর একটা কারণ।
এ ব্যাপারে বিএনপির জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জল জানান, বিগত স্থানীয় নির্বাচনে ২০ দলীয় জোটের সমন্বয় হলে নির্বাচনগুলোর রেজাল্ট আরও ভাল হতো।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/হিমেল