আজ ১৭ ডিসেম্বর ফরিদপুর মুক্ত দিবস। ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পন না করে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। ফলে সেদিন বিজয়ের আনন্দে সামিল হতে পারেনি ফরিদপুরবাসী। পরে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে আত্মসমর্পন করতে বাধ্য হয় হানাদার বাহিনী।
১৭ ডিসেম্বর বিকেলে ফরিদপুর সার্কিট হাউজে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন বাংলাদেশ লিবারেশন ফোর্সেস (বিএলএফ) ফরিদপুর জেলা কমান্ডার শাহ মোহাম্মদ আবু জাফর। দিনটিকে স্মরণ করতে আজ শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধারা সমবেত হয়েছিলেন ফরিদপুর সার্কিট হাউজে। সেখানে পতাকা উত্তোলন করেন শাহ মোহাম্মদ আবু জাফর।
পরে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থিত গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান নসরু, এম এ সালাম লাল প্রমুখ।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/হিমেল