কুমিল্লার চৌদ্দগ্রামে মালেক মিয়া নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ইমাম হোসেন নামের এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মালেক চৌদ্দগ্রাম পৌরসভার রামরায়গ্রামের আবদুল খালেকের পুত্র ও ইমাম মুন্সিরহাট ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মহরম আলীর পুত্র।
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ মিয়া জানান, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি মালেক মিয়া নোয়াখালী সোনাইমুড়ি থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। আর ইমাম হোসেন চৌদ্দগ্রাম থানার মাদক মামলায় আসামি ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ