নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন রাকিব (২৩) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বসুরহাট-নতুনবাজার সড়কের শফিক চেয়ারম্যানের বাড়ির দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাবর উদ্দিন পিয়াস (২২) নামে তার এক বন্ধুও আহত হয়েছেন।
নিহত ইকবাল হোসেন রাকিব জেলার কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের মোজাম্মেল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। আহত বাবর উদ্দিন পিয়াস একই উপজেলার আশরাফপুর গ্রামে ফরাজি বাড়ির বাহার উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে বন্ধু পিয়াসকে নিয়ে মোটরসাইকেলযোগে কোম্পানীগঞ্জের নতুন বাজার থেকে বাড়ি ফিরছিলেন রাকিব। পথে ওই এলাকায় আসার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। এতে রাকিব ও পিয়াস গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/হিমেল