মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের আয়োজনে শিশুদের আবৃত্তি, চিত্রাংকন ও হস্তলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় ৪টি বিভাগে শিশুরা অংশগ্রহণ করে। বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় শিশু বিভাগে আবৃত্তি ও চিত্রাংকন, ‘ক’ বিভাগে আবৃত্তি এবং সুন্দর ও নির্ভূল হস্তলিখন, ‘খ’ বিভাগে আবৃত্তি ও শ্রুতি লিখন এবং ‘গ’ বিভাগে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার