টাঙ্গাইল শহরের উপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদী দখলমুক্ত করতে ব্যাপকভাবে জনসচেতনতা গড়ে তোলা হয়েছে। যার ফলশ্রুতিতে এখন অবৈধ দখলদাররা নিজেদের অবৈধ স্থাপনা নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছে।
গত ২৯ নভেম্বর থেকে লৌহজং নদীর দুই পাড়ে দুই কিলোমিটার নদী উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে খনন কাজও চলছে। এভাবে মোট ৭৬ কিলোমিটার নদী দখলমুক্ত করে এর নাব্যতা ফিরিয়ে আনতে চায় কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেছেন, সকল পেশার মানুষ সম্পৃক্ত থাকলে অহিংসভাবেই জাতীয় ধন-সম্পদ রক্ষা ও উদ্ধার করা সম্ভব।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা