লক্ষ্মীপুরে রামগঞ্জে ৪টি মোটর সাইকেলসহ চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোটর সাইকেলের নম্বর প্লেট, ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের ফাঞ্চ মেশিন উদ্ধার করা হয়। আজ দুপুরের দিকে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে উপজেলার কাঞ্চনপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়। আটককৃতরা হলেন, রামগঞ্জ উপজেলার নওগাঁও গ্রামের হাজী আবুল হোসেনের ছেলে বশির আল হেলাল ও একই উপজেলার ব্রম্মপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে শামীম।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার