আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মাদারীপুরে আয়োজিত ইজতেমা। শনিবার বেলা ১২টার পরপরই ইজতেমার মোনাজাত শুরু হয়। কাকরাইল মসজিদের বয়োজ্যৈষ্ঠ এক মাওলানা আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিশ্বের সমস্ত মানুষের শান্তি কামনা করা হয়।
শনিবার ভোর রাত থেকে মাদারীপুরের বিভিন্ন এলাকার মুসল্লিরা পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে যান। বেলা ১২টার আগেই ইজতেমা মাঠসহ আশপাশ এলাকা লাখো মুসল্লিতে ভরে যায়। পরে ২০ মিনিটের আখেরি মুনাজাতে অংশ নেন গোটা মাদারীপুর জেলাসহ আশপাশ এলাকার সব শ্রেণি পেশার মানুষ। প্রায় দুই লক্ষাধিক মুসল্লির ‘আমিন, আমিন ধ্বনিতে’ ইজতেমা ময়দান মুখরিত হয়ে উঠে। এ সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মুসল্লিরা কাঁদতে থাকেন। মোনাজাতে মাদারীপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা এবং বেশ কয়েকটি দেশের মুসল্লিরা অংশ নেন।
মোনাজাতে অংশ নেয়ার জন্য মাদারীপুর বণিক সমিতির পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠান শনিবার সকাল ১০ থেকে বেলা ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়। বিশ্ব ইজতেমার অংশ হিসেবে মাদারীপুর এই প্রথমবারের মতো জেলাভিত্তিক ইজতেমা পরিচালনা করা হয়। পুরো ইজতেমা মাঠ নিরাপত্তা চাদরে ঢাকা ছিল। পুলিশ প্রশাসন এবং পুরো ইজতেমার মাঠ সিসি ক্যামেরার আওতায় আনা হয়। তিন দিনব্যাপী এই ইজতেমা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ১৭ ডিসেম্বর শনিবার দুপুর ১২টা আখেরি মোনাজাত মধ্যে দিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা