চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তীর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, দুপুর দেড়টার দিকে একটি কালো মাইক্রোবাসে করে ৩-৪ জন ব্যক্তি লাশটি সেখানে ফেলে পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, আজ শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের পদ্মা নদীর তীর তেলিপাড়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাধা লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে সেখানে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার