নানা আয়োজনে রাঙামাটিতে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। আজ সকালে রাঙামাটি রিজার্ভ বাজারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে শহীদ এমএ আলী চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়। তৎকালীন শেখ ফজলুল হক মনির নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) এর দুই মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ পেয়ারা ও লে. কর্ণেল (অব.) মনিষ দেওয়ান জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন।
এ সময় ৭১ সালে রাঙামাটিতে যুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, অশোক মিত্র কার্বারী, এমদাদ হোসেনসহ রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে পার্বত্য চট্টগ্রাম বোর্ডের সম্মেলন কক্ষে রাঙামাটি মুক্ত দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার