নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন ও দলীয় আধিপত্য বিস্তার কেন্দ্র ছাত্রলীগের রানা, রুপা, বিপ্লব, নাঈম এবং রিতু, মামুন গ্রুপের মধ্যে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ আহত হয়। আহতদের মধ্যে বিপ্লব, রিতু হাছান ও রফিককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোশফিকুর রহমান বলেন, হলের ভেতরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি ।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ