চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় এক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূ মুক্তা খাতুনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত হবে বলে পুলিশ জানিয়েছে।
চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অহিদুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার আজিজুল ইসলামের মেয়ে মুক্তা খাতুনের সাথে চার বছর আগে খুলনার দৌলতপুরের টুটুল হোসেন ওরফে রুবেল নামে এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকে টুটুল হোসেন ওরফে রুবেল চুয়াডাঙ্গায় তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করত।
শনিবার বিকেলে স্ত্রী মুক্তা খাতুনকে ঘরের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করার পর বাইরে থেকে দরোজা বন্ধ করে পালিয়ে যায় স্বামী টুটুল হোসেন। পরে সন্ধ্যায় পরিবারের লোকজন ঘরের দরোজা খুলে ভেতর ঝুলন্ত অবস্থায় মুক্তা খাতুনের লাশ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এ ব্যাপারে টুটুল হোসেন ওরফে রুবেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এস আই অহিদুল ইসলাম পরিবারের লোকজনের উদ্ধৃতি দিয়ে আরও জানান, টুটুল তার স্ত্রীর সাথে প্রায়ই খারাপ আচরণ করত।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম