কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার রামরায়গ্রামে অভিযান চালিয়ে ৩৪৫ পিস ইয়াবা ও ৩৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ শনিবার তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রামরায়গ্রাম দক্ষিণ পাড়ার মৃত তাজ উদ্দিনের পুত্র ফারুক হোসেন (৩০) ও মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের পশ্চিম পাড়ার মৃত নুরু মিয়ার পুত্র বেলাল হোসেন (২৮)।
র্যাব সূত্র জানায়, ওই দুই মাদক ব্যবসায়ী অবৈধ দেশি-বিদেশি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে ফারুক হোসেনের বাড়িতে মজুদ রেখেছে-এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা শনিবার ভোরে অভিযান চালিয়ে মাদকসহ ফারুক ও তার সহযোগী বেলালকে আটক করে। তারা দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ও মাদকদ্রব্য ফারুকের বাড়িতে মজুদ রেখে বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল। তাদেরকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম