গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মাঠেরহাট হরিপুর গ্রাম থেকে সুমি আকতার (১৪) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
সুমি আকতার উপজেলার রওশনবাগ গ্রামের আশরাফ আলীর স্ত্রী এবং স্থানীয় রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, আট মাস আগে রওশনবাগ গ্রামের ইব্রাহিম আলীর ছেলে আশরাফের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়। কয়েকদিন আগে সুমি বাবার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় পরিবারের অগোচরে সুমি ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব