দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজা, দশমিক ৬০ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নয় বোতল ফেনসিডিলসহ আটজনকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত সদস্য ফেরদৌস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার