কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সজীব কুমার ঘোষ (২৬)। নিহত সজীব উপজেলার দক্ষিণ মিরারচর এলাকার মৃত সু্বল কুমার ঘোষের ছেলে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হালিমপুর স্টেশনের কাছে সজীবের ট্রেনে কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এরপর তারা কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল দেবনাথ অপু জানান, সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৭