গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় একটি পিকআপ ভ্যান উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অপর ১৪ যাত্রী। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মীরের বাজার-রূপগঞ্জ সড়কের উলুখোলা ব্রিজের কাছে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন: নেত্রকোণা জেলার কলমাকান্দা গ্রামের বাতসাতরা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রেণু মিয়া (২৩), মোসলেম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৫), মেনার আলীর ছেলে মো. ফরিদ (৩৫) ও পিকআপের অজ্ঞাত চালক (৩৫)।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ জানান, রূপগঞ্জ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ২৩ জন শ্রমিক নেত্রকোণার উদ্দেশে একটি পিকআপ ভাড়া করে। পিক আপ ভ্যানটি সকাল ৭টার দিকে ঢাকা বাইপাস সড়কের উলুখোলা ব্রিজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই চার শ্রমিক মারা যান। আহত অপর ১৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করার পর গুরুতর অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পিকআপ ভ্যান চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৮/ আফরোজ