সাভারের ডগরমোড়া, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর ও ঘোষবাগ এলাকা থেকে আজ সকালে তিনটি মরদেহ উদ্ধার করে সাভার ও আশুলিয়া থানা পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ও আশুলিয়া থানার (ওসি) মোহসিনুল কাদির জানান, কী ভাবে তাদের মৃত্যু হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার