সাভার থেকে অপহরণের একমাস তিনদিন পর আজ সকাল সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড থেকে আয়েশা আক্তার (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, গত ১৬ নভেম্বর রাতে সিংগাইর গোলাডাঙ্গা বাস্তা এলাকার মহিলা মাদ্রাসার ছাত্রী আয়েশা আক্তারকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে সিংগাইর বাসস্ট্যান্ড থেকে অসুস্থ অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় অপহরণকারীদের আটক করা সম্ভব হয়নি। অপহরণকারীকে আটক করতে পুলিশি অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার