যশোরের শার্শা উপজেলা থেকে আজ সকাল ৭টার দিকে ৫০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উপজেলার বাগআচড়া ইউনিয়নের গাজিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, উপজেলার ঘোষপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শাহারিয়ার মাহামুদ রাসেল (৩০) ও কাজিপাড়ার আতিয়ার রহমানের ছেলে রাজিব হোসেন আকাশ (২৮)।
বাগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার