সিলেটের বিশ্বনাথে পাল্টা-পাল্টি বিজয় মিছিল করেছে উপেেজলা ছাত্রলীগের দু'টি অংশ। এর একটি ছাত্রলীগের আহ্বায়ক ফয়জুল ইসলাম জয়ের নেতৃত্বে এবং অন্যটি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইটের নেতৃত্বে।
রবিবার বেলা ১১টায় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইটের নেতৃত্বে প্রথম মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নেন ছাত্রলীগ নেতা মাহমুদ করিম মঞ্জুর, তোফায়েল আহমদ, রাজু খান, আবদুল মুকিত সুমন, মির্জা গিয়াস, ফয়ছল আহমদ, এনামুল হক বিজয়, ফাহিম আহমদ, মাসুদ আহমদ, মাসুদ মিয়া, মাসুদ উদ্দিন, রুহুল আমিন, জুবায়ের আহমদ, রুবেল আহমদ, আবদুল্লাহ, মিয়াদ আহমদ প্রমুখ।
পরে ছাত্রলীগের আহ্বায়ক ফয়জুল ইসলাম জয়ের নেতৃত্বে পৃথক বিজয় মিছিল বের হয়। মিছিলে অংশ নেন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল মালিক সুমন, ছাত্রলীগ নেতা সাহেদ আহমদ, কলেজ ছাত্রলীগের সভাপতি শিতল বৈদ্য, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, কামরুল আহমদ, মাসুম মিয়া, রাসেল আহমদ, মামুন মিয়া, সালমান মিয়া, সুজন আহমদ, বাবুল মিয়া, মোহন মিয়া, স্বপন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব