মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক দল। রবিবার দুপুরে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি শাহ মো. মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. শোকরানা, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও মুক্তিযোদ্ধা হাতেমুজ্জামান তালুকদার।
এ ছাড়া আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও সাংগাঠনিক সম্পাদক মীর শাহে আলম, শ্রমিকদল নেতা আব্দুল ওয়াদুদ, মোশারফ হোসেন স্বপন , লিটন শেখ বাঘা, স্বেচ্ছাসেক দলের মাহবুব হাসান লেমন, আবু নূর ওয়ালিদ, সাইমুম ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গণতন্ত্র হত্যা করেছে সরকার। দেশ স্বাধীন হলেও দেশের মানুষের কোন স্বাধীনতা নেই। স্বাধীনতার ঘোষক ও জেড ফোর্সের অধিনায়ক তৎকালীন মেজর জিয়ার অবদান অস্বীকার করা হচ্ছে। এমনকি শহীদ জিয়ার মাজার সরোনোর ষড়যন্ত্র চলছে। প্রয়োজনে আরেকটি যুদ্ধ করে সে ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব