কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকার ভর্তি ২’শ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ৫১ পিছ ইয়াবাসহ রেহানা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি পৌরসভার রামরায় গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ধাওয়া করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দত্তসার এলাকা থেকে ২’শ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকারটি (ঢাকামেট্রো-ম-১১-৬২৫০) জব্দ করা হয়। তবে চালক পলাতক রয়েছে। এছাড়া ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রেহানা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার/22