‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে সিরাজগঞ্জে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা শিক্ষা অফিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে শহরের সবুজ কানন হাইস্কুল হলরুমে এ কর্মশালার আয়োজন করেন।
অর্ধদিবসব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সেসিব যুগ্ম প্রোগ্রাম পরিচালক ও অতিরিক্তি সচিব আবু ছাইদ সেখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আব্দুল মান্নান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামরুল হাসান, জেলা শিক্ষা অফিসার শফিউল্লাহ, সহকারী জেলা শিক্ষা অফিসার রহিমা আকতার জাহান, এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয় মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়াও ডিজিটাল পদ্ধতিতে ক্লাসরুম পরিচালনার জন্য শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেয়া হয়।