হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ইসমাইল হোসেন নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার বরমপুর গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
নিহত ইসমাইল আদুরী ব্রিকস ফিল্ডের শ্রমিক। তার বাড়ি খুলনা জেলার চারগাছা গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ইসমাইল গত দুই মাস আগে আদুরী ব্রিকসে শ্রমিকের কাজ নেয়। শনিবার রাতে সে বাগান এলাকায় যাত্রাপালা দেখতে যায়। পরদিন সকালে খালের মধ্যে লাশ লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব