ছাত্রলীগ নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারীকে প্রত্যাহারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগ।
রবিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজের নেতৃত্বে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল সহকারে সংসদ সদস্য শিবলী সাদিকসহ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার নিকট এ অভিযোগ দেয়। যেখানে ২১টি অভিযোগ রয়েছে।
নবাবগঞ্জ ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান সবুজ সাংবাদিকদের জানান, ১৭ ডিসেম্বর নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাজাহারুল ইসলাম (লিটন)কে মারপিটসহ লাঞ্ছিত করে ওই দুই কর্মচারী। এর প্রতিবাদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট(ল্যাব) রাজু ও তার সহযোগী পরিসংখ্যানবিদ ইতিকে কমপ্লেক্স থেকে প্রত্যাহারের দাবিতে ৪৮ঘন্টার আলটিমেটাম দেয়া হয়েছে।
দাবি না মানলে আন্দোলনের হুশিয়ারি দেন তিনি।
অভিযোগ দেয়ার কথা স্বীকার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম জানান, অভিযোগকারীদের অভিযোগের বিষয়টি তদন্তের পরেই বলা যাবে। তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করবেন। ওই অভিযোগপত্রে ২১টি অভিযোগের কথা উল্লেখ করা হয় বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ