বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে চোরাই সন্দেহে ৩২০ বস্তা (৬ টন) চিনিসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার ভোর ৫টার দিকে ধুনট উপজেলার যমুনা নদীর বাঁধ এলাকার ভুতবাড়ি গ্রামে ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়ি থেকে চিনিগুলো জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের নলছাপড়া গ্রামের জামাল শেখের ছেলে আমিনুর রহমান (৩৫), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঠেকুরিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৩২) ও সোনার উদ্দিন (৪০)।
বগুড়ার ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে নুরুল ইসলাম কুড়ানের বাড়িতে দেশবন্ধু নামে প্যাকেটে ৫০ কেজি ওজনের ৩২০বস্তা চিনি ২ দিন আগে মজুদ করা হয়।
রবিবার ভোরের দিকে দেশবন্ধু প্যাকেট খুলে ইগলু নামে প্যাকেটে চিনি ভর্তি করা হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩২০ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় বাড়ির মালিক নুরুল ইসলাম কুড়ান ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। এদিকে, জব্দকৃত ৩২০ বস্তা চিনির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি আটককৃতরা। চোরাই সন্দেহে চিনির বস্তাগুলো জব্দ করা হয়েছে। প্রকৃত রহস্য বের করতে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ