ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর মাঠ নামক স্থানে ট্রাক চাপায় জাসিদ হোসেন (২০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার বিকাল ৩টার দিকে কালীগঞ্জ-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার এসআই বিশ্বজিত।
নিহত জাসিদ মাগুরার শালিখা উপজেলার পিপরুল গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
তিনি বলেন, জাসিদ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় যশোরগামী একটি পাটের ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব