ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকল সংলগ্ন বলিদাপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কালীগঞ্জ থানার এসআই বিশ্বজিত।
তিনি বলেন, যশোর-কালীগঞ্জ মহাসড়ের ধারে বলিদাপাড়া কাজী অফিসের সামনের একটি বাগানের মধ্যে মৃতদেহটি পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে অজ্ঞাত মৃতদেহটি উদ্ধার করে।
এসআই বিশ্বজিত আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে একটি কোন দুর্ঘটনা নাকি হত্যা তা ময়নাতদন্তের পর বলা যাবে। নিহত ব্যক্তি বেশ কিছু দিন মানুষিক রোগীদের মতো ঘোরাঘুরি করতো বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব